স্টাফ রিপোর্টারঃ ‘মোর বাপতো নাই, মায় মানসের বাসায় কাম-কাইজ কইর্যা সংসার চালায়। হে তো মোরে ঈদে কিছু কিন্না দিতে পারেন নাই। হামনেগো এই জামা-প্যান্ট পাইয়া মুই খুব খুশি হইছি, মোর খুব ভালা লাগতাছে’। পটুয়াখালীর সমকাল সুহৃদ সমাবেশের সুহৃদদের দেওয়া ঈদের নতুন পোষাক পেয়ে এ কথাগুলো বলছিলো শহরের সুবিধাবঞ্চিত শিশু মো. ইয়ামিন (৮)। একইভাবে শিশু সুমাইয়া আক্তার (৭) বললো, ‘হামনেগো এই পোষাক পইর্যা মুই ঈদের দিন হারা শহর ঘুইর্যা বেড়ামু’।
আর মাত্র ক’দিন পরই খুশির ঈদ। কিন্তু করোনার মহামারী ও ম্যারাথন লকডাউনে কর্মহীন হয়ে পরেছেন কয়েক লাখ পরিবার। এসব পরিবারের মাঝে নেই ঈদের কোনো আনন্দ। এসব পরিবারের ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদের ঈদের নতুন জামা-কাপড় কিনে দেওয়ার সাধ্য নেই অসহায় ও অভাবী বাবা-মার। তাই এসব সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জমা-কাপড় কিনে দেওয়ার উদ্যোগ নেন সমকাল সুহৃদ সমাবেশের পটুয়াখালীর সুহৃদরা। সমকালের ১৬ বছরকে ঘিরে শহরের ১৬ জন সুবিধাবঞ্চিত ও পথকলি শিশুকে ঈদের নতুন পোষাক উপহার দেন সমকালের সুহৃদরা।
গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে ওইসব সুবিধাবঞ্চিত ও পথকলি ১৬ জন শিশুর হাতে ঈদের নতুন পোষাক তুলে দেয়া হয়। এসব শিশুরা হচ্ছে জুনায়েদ (৮), আব্দুল্লাহ (৭), রায়হান (৭), রাব্বি (৬), সাইফুল (৮), মো. ইয়ামিন (৮), ইয়াসিন (৮), সাইফুল ইসলাম (৭), রাব্বি আহমেদ (৭), সোহান (৬), নুসরাত তাইবা (৬), তাসলিমা (৭), সাজেদা (৮), সুমাইয়া আক্তার (৭), মাহি আক্তার (৬) ও মানসুরা আক্তার (৬) ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, অর্থ-বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমকালের জেলা প্রতিনিধি ও সুহৃদ সমাবেশের জেলা সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন এবং সভাপতিত্ব করেন জেলা সুহৃদ সমাবেশের সভাপতি মো. জাকির হোসেন। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা পরিষদের সদস্য কবি ও সাহিত্যিক গাজী হানিফ, সৈয়দ আবদুল ওয়াদুদ, জোৎস্না কর্মকার, সৈয়দ তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুবা হক মেবিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আসলাম উদ্দিন, সিনিয়র সদস্য শাওন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান রাব্বি, সরকারি কলেজ শাখার আহবায়ক আরিফ হোসাইন দিদার, সদস্য সচিব মো. মাকসুদুর রহমান মাসুম, জেলা সুহৃদ সমাবেশের সমাজকল্যান সম্পাদক রাশেদ বিন মইন, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও সুহৃদ রঞ্জনা কর্মকার প্রমূখ।