স্টাফ রিপোর্টার ঃ পটুয়াখালীতে মেসার্স সিনথিয়া এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে গরীব অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সিনথিয়া এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ মশিউর রহমান সাদ্দাম মৃধা।
শুক্রবার (৭ মে) বিকেল সাড়ে ৫টার সময় টাউন কালিকাপুর বড় চৌরাস্তায় সিনথিয়া এন্টাপ্রাইজের সামনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় ইফতার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম মৃধা। এছাড়া উপস্থিত ছিলেন পটুয়াখালী আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বাস মালিক ও সমাজ সেবক আলী হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।