মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রফিকুল ইসলাম (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রাত ৮ টায় উপজেলার গাবুয়া বাজারের দক্ষিন পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত রফিকুল পাবনা জেলার আমিনপুর উপজেলার মৃত সোরাহব সরদারের ছেলে। সে ৪ বছর যাবৎ মির্জাগঞ্জে স্বর্নের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানরীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে রফিকুল চান্দুয়াখালী বাজার থেকে মোটরসাইকেল যোগে সুবিদখালী রওয়ানা দেয়। এ সময় গাবুয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মির্জাগঞ্জ থানার ওসি তদন্ত শাহ্-আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।