স্টাফ রিপোর্টার ঃ চলমান সর্বাত্মক ও মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কারণে পটুয়াখালীতে ইমারত শ্রমিক, হোটেল রেস্তোরা শ্রমিক, কাঠ শ্রমিক, ভ্যানচালক, মুচি সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, কর্মহীন পুরুষ, কর্মহীন মহিলা এবং ক্রীড়াসংগঠন ও খেলোয়াড় ৫শতাধিক শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
১১ মে মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসন এর আয়োজনে পটুয়াখালী আবুল কাশেম স্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসন ৩২৯ এর সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।