স্টাফ রিপোর্টার ঃ কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে পটুয়াখালীতে গরীব ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা যুবলীগ নেতা অসীম মৃধা।
১১ মে মঙ্গলবার সকাল ৯ টায় পৌরসভাধীন টাউন জৈনকাঠীস্থ হাজী হামেজউদ্দিন মৃধা ডিগ্রি কলেজ এলাকায় শতাধিক গরীব অসহায়দের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা অসীম মৃধা। এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি মোঃ আলামিন হাওলাদার, সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ সদস্য সৈয়দ মোঃ সোহাগ ও যুবলীগ সদস্য মোঃ জসিম সহ অন্যান্য নেতাকর্মীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, বাদাম ইত্যাদি।
এসময় যুবলীগ নেতা অসীম মৃধা বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমি গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ উপলক্ষে খেটে খাওয়া অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি। ভবিষ্যতেও এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।