বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২ হাজার ৫শত অসহায় দলীয় কর্মীদের হাতে ঈদ সামগ্রী তুলে দিয়েছেন স্থানীয় সাবেক চীপ হুইপ আ স ম ফিরোজ এমপি। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবন চত্বরে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ওই সময় আ স ম ফিরোজ এমপি তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের ন্যায় বাউফল উপজেলা আ’মীলীগ দুঃসময়ে মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তিনি সমাজের বিত্তবান লোকসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এই করোনা দুযোর্গ মোকাবেলায় সাধারন জনগণের পাশে থাকার আহবান জানান।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব হাওলাদার, বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, ওসি তদন্ত আল-মামুন, সহসভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া প্রমুখ।