স্টাফ রিপোর্টার ঃ পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী কর্তৃক পত্র সূত্রে জানাগেছে, চলতি মাসের ১৮ এপ্রিল বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মানিক মিয়ার মৃত্যুর কারনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন- ২০০৯ এর ৩৫/১(৪) মোতাবেক উক্ত পদটি শূন্য হয়েছে এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৫(২) উপধারা (১) মোতাবেক উক্ত কার্যালয়ের স্মারক নম্বর ০৫-১০-৭৮৯৫-০০২১১-১০৮-২১-৬২১ তারিখ ২০ এপ্রিল ২০২১ খ্রিঃ মোতাবেক পদটি শূন্য ঘোষনা করা হয়েছে।
উক্ত বদরপুর ইউনিয়নে চেয়ারম্যান শূন্য পদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আাইন ২০০৯ এর ৩৩(৩) উপবিধি মৃত্যুজনিত কারনে চেয়ারম্যান পদ শূন্য হইলে নির্বাচিত নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহন না করা পর্যন্ত চেয়ারম্যান প্যানেল হইতে অগ্রাধিকারক্রমে ১নম্বর প্যানেল চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান উক্ত বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সকল দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
এবষিয়ে মোঃ নাসির উদ্দিন খান জানান, বদপুর ইউনিয়নের চেয়ারম্যান এর মৃত্যুতে সে ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান জনগনের ভালোবাসা নিয়ে যে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচন করবেন এবয় তিনি শতভাগ জয়েরও আশাবাদ ব্যক্ত করেন।