স্টাফ রিপোর্টার ঃ প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশ্বর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীতে সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
মঙ্গলবার দুপুর ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, একুশে টিভির জেলা প্রতিনিধি জেলা টেলিভিসন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।
বক্তরা বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ ঘন্টার বেশি সময় আটকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন, হেনস্তা, চিকিৎসার ব্যবস্থা না করে পুলিশে সোপর্দ এবং বানোয়াট মামলার দায়েরর ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তির দাবি জানানো সহ হেনস্তা ও নির্যাতন করার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তাদেরকে চাকুরী থেকে অব্যাহতির দাবি জানান বক্তারা। রোজিনা ইসলামকে মুক্তি দেওয়া না হলে পটুয়াখালীতে সাংবাদিকরা লাগাতার আন্দোলনের কর্মসুচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারী করেন সাংবাদিক নেতৃবৃন্দ।