স্টাফ রিপোর্টার ঃ পটুয়াখালীতে গরু চুরির অপবাদ দিয়ে আল আমিন নামের মটরবাইক চালক নামের এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে। এঘটনা গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের উত্তর চর কাজল গ্রামে। জানা যায় উত্তর চর কাজল গ্রামের মোঃ অলিল সরদারের সাথে একই এলাকার মিজান হাওলাদারের সাথে পূর্বে মামলা সংক্রান্ত বিরোধ চলছিলো। তারই রেশে সুপরিকল্পিতভাবে গত ১২ মে বুধবার দিবাগত রাতে আল আমিনের মটরবাইক মিজান হাওলাদার ভাড়া করে বিকালে তাকে নিয়ে বিভিন্ন স্থানে যায়। পরে রাতের আধারে চরকাজল গ্যাস ফিল্ড এলাকায় নিয়ে যায় এবং মিজান পূর্বপরিকল্পিত অনুযায়ী তার লোকজন নিয়ে আল আমিনকে বেধরক পিটিয়ে ও দুই চোখ এসিট দিয়ে ঝলসে মধ্য যুগীয় পৈসাশিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়। পরের দিন গলাচিপা সদর থানায় নিহতের বাবা অলিল সরদার হত্যার মুল হোতা মিজান হাওলাদারকে ১নং আসামী করে ১১ জন আসামীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত রেখে একটি হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে দুইজন আসামীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। মুলহোতা ১নং আসামী মিজান হাওলাদারসহ বাকী আসামীদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন ও ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষ।
মঙ্গলবার সকাল ১০টায় চরকাজল ইউনিয়নের শুক্রবাড়িয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় অশ্রুসিক্ত চোঁখে প্রধানমন্ত্রীর কাছে হত্যার বিচার চেয়েছেন নিহতের মা সখিনা বেগম, বাবা অলিল সরদার, স্ত্রী সোনিয়া বেগম অন্যান্যরা।