1. [email protected] : admin :
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পটুয়াখালী ইউথ ফাউন্ডেশন’র আত্মপ্রকাশ ও ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান লিমন পরিষদ পটুয়াখালীতে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত পটুয়াখালী জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মতবিনিময় বিশ্ব পর্যটন দিবসে কুয়াকাটায় পর্যটকরা পেলো লাল গোলাপ উপহার পটুয়াখালীতে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন হাওলাদার গ্রেফতার ঋণ খেলাপির অভিযোগে মহিউদ্দিন আহম্মেদ ও তার ভাই’র প্রার্থীতা বাতিল চেয়ে পদ্মা ব্যাংকের চিঠি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

কলাপাড়ায় সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২০৪ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধিঃ সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল পাঁচটায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব এবং প্রথম আলো বন্ধুসভা এর আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
রোজিনা ইসলামের প্রতি স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তাদের অনৈতিক আচরণের নিন্দা জানিয়ে কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু তাঁর বক্তব্যে বলেন, ‘রোজিনা ইসলাম আমাদের গর্ব। অহংকার। এটা পরিস্কার, স্বাস্থ্য মন্ত্রনালয়ের নানাবিধ দূর্ণীতি ও অনিয়ম নিয়ে তিনি একের পর প্রতিবেদন করায় দ্র্ণূীতিবাজ আমলাদের রোষাণলে পড়েছেন। দায়িত্ব পালনের জন্য রোজিনা ইসলাম সচিবালয়ে গেলে তাঁর সাথে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা যে ব্যবহার করেছেন, তা দেখে আমরা হতবাক ও বিস্মিত। এ ঘটনায় জড়িতদের শাস্তি দিতে হবে।’
কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু বলেন, ‘রোজিনা ইসলাম একদিনে তৈরি হয়নি। তাঁর এ পর্যন্ত আসতে অনেক কষ্ট করতে হয়েছে। তিনি এ দেশের মেধাবী সাংবাদিক। তিনি সৃজনশীল ও তথ্যবহুল লেখনী দিয়ে এ দেশের প্রতি অবদান রেখে যাচ্ছেন। অথচ তাঁর মতো একজন গুণী সাংবাদিকের সাথে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছেন। নারী হিসেবে একটুও সম্মান জানানো হয়নি। স্বাধীন দেশে এটা মোটেই কাম্য নয়।’
দৈনিক ইত্তেফাক পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মোহসীন পারভেজ বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রনালয় যে দূর্ণীতিতে নিমজ্জিত তা পরিস্কার। দূর্ণীতিবাজ আমলারা নিজেদের অপরাধ ঢাকতে রোজিনা ইসলামের ওপর দায় চাপাতে চাচ্ছে। আমরা স্বাস্থ্য মন্ত্রনালয়ের দূর্ণীতিবাজ আমলাদের বিচার চাই। আজকে রোজিনা ইসলামকে শুধু অপমাণ করা হয়নি, গোটা গণমাধ্যমকে হেয় করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমসহ যাঁরা রোজিনা ইসলামকে হেনস্থা করেছে তাঁদের বিরুদ্ধে যথাযথ শাস্তি মূলক ব্যবস্থা নিতে হবে।’
কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট বলেন, ‘রেজিনা ইসলামকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। নইলে গণমাধ্যমকর্মীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।’
প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মো. রাসেল মোল্লা প্রমুখ। প্রতিবাদ সভা সঞ্চালনা করেন প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায় ইন্টেল ওয়েব