স্টাফ রিপোর্টার ঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালর কাউন্সিল অ্যাফেয়াার্স সেকশনের ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পবিপ্রবি’র বর্তমান ভাইস-চ্যান্সেলর ও সদ্য সাবেক রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস-আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেয়া হয়। ড. মোঃ কামরুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি দুই মেয়াদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ড. মোঃ কামরুল ইসলাম পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক, তথ্য প্রদানকারী ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ভাইস-চ্যান্সেলরের একান্ত সহকারীসহ নানা দায়িত্ব সুনামের সহিত পালন করেন।
ড. মোহাম্মদ কামরুল ইসলাম পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর নিবাসী মরহুম মোঃ নজরুল ইসলাম খান ও মরহুমা রিজিয়া বেগমের তৃতীয় সন্তান।