স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে দৈনিক প্রথম আলোর সিনিয়র অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৬ঘন্টা অবরুদ্ধ করে অমানবিক নির্যাতন ও হত্যার পরিকল্পনা শেষে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটি আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০ মে বৃহস্পতিবার দুপুর ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ডিসি স্কয়ারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ জাকারিয়া কাওছার, সহ সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির, মহিলা বিষয়ক সম্পাদিকা মাকসুুদা লাইজু, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ বাদল হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম উদ্দিন জুয়েল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী রিপোর্টাস ইউনিটির সহসভাপতি এম. নিয়াজ মোর্শেদ, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ এম.কে. রানা, ১নং সদস্য মোঃ শফিকুল ইসলাম সহ রিপোর্টাস ইউনিটি ও মফস্বল সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় বক্তারা, অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং তাকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।