স্টাফ রিপোর্টার ঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পটুয়াখালী সদর উপজেলাধীন ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এর নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৩ মে রবিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এর নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করেন তিনি। ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এর নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলার এসিল্যান্ড মোঃ শাহীন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মোঃ এরফান উদ্দিন, ভুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুবেল আহমেদ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান, ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামিম হোসেন, ভুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আঃ ছত্তার খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম। এসময় অত্র ইউনিয়নের ইউপি সদস্যগণ, স্কুলের শিক্ষকবৃন্দ, এলকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয় কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ ও গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ও ৫টি মুজিব কিল্লা উদ্বোধন এবং ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।