স্টাফ রিপোর্টার ঃ পটুয়াখালীতে প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে অসুস্থ ও মৃত দুই সাংবাদিক পরিবারের মধ্যে তিন লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত।
২৩ মে রবিবার দুপুর ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যান ট্রাস্ট জেলা কমিটির সভাপতি মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৃত সাংবাদিক মোঃ আনিসুর রহমানের সহধর্মীনি আসমা খাতুনকে দুই লক্ষ টাকা ও অসুস্থ সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডলকে এক লক্ষ টাকার দুটি চেক হস্তান্তর করেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জালাল আহমেদ, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মজিবুর রহমান, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
এ অনুষ্ঠানের পরে বিশ^ব্যাপী বিরাজমান প্রানঘাতি করোনা পরিস্থিতিতে দারুল আকরাম ইরতেদায়ী মাদরাসার ২৯ জন শিক্ষকদের মাঝে ৭ লক্ষ ৮২ হাজার ৭০০ টাকা অর্থিক অনুদান প্রদান করেন কাজী কানিজ সুলতানা এমপি ও জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।