স্টাফ রিপোর্টার ঃ প্রাইমারীর ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করনের জন্য ২০২১- ২০২২ অর্থ বছরে অর্থ বরাদ্দের প্রস্তাব ঘোষনা ও কোড বিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভূক্ত করনসহ ৭ দফা দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতির শতাধিক শিক্ষক-শিক্ষিকা।
২৩ মে রোববার দুপুর ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ আল আমিন, সহ-সভাপতি মাওঃ মোফাজ্জেল হোসেন, সহ-সভাপতি মাওঃ মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান হিরন, প্রচার সম্পাদক মাওঃ মোঃ জাকির হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ ফোরকান প্রমুখ। বক্তারা অবিলম্বে চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রভাবে সারাদেশে বেতন বঞ্চিত কর্মরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয় করনের জন্য আগামী ২০২১-২০২২ অর্থ বছরে অর্থ বরাদ্দ রেখে ৪০ হাজার অধিক শিক্ষক-শিক্ষিকাদের কস্ট লাঘব করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী করেন শিক্ষক নেতৃবৃন্দ। পরে শিক্ষক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর কাছে সাত দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।