দশমিনা প্রতিনিধিঃ গভীররাতে ১০ লাখ টাকার চিংড়ির রেনু পাচারকালে পটুয়াখালীর দশমিনায় ট্রাকসহ একজনকে আটক করেছে পুলিশ। গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুখ আহম্মেদের নেতৃত্বে শনিবার গভীররাতে দশমিনা উপজেলার আরজবেগী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে পাঁচ লাখ রেনু জব্দ করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলা সদরের আরজবেগী বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার গভীররাতে পাচারকালে পাঁচ লাখ রেনু জব্দ ও মোস্তাকিম মোল্লা (৪০) নামে এক ট্রাক ড্রাইভারকে আটক করে। এসময় একটি ট্রাকও জব্দ করা হয়। পরে রোববার ভোরে ভ্রাম্যমাণ আদালতে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন ওই ট্রাক ড্রাইভারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত চিংড়ির রেণুগুলো উপজেলার আউলিয়াপুর এলাকার তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়। তবে পাচারের সাথে যুক্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।
দশমিনা থানার ওসি মো. জসীম জানান, জব্দকৃত চিংড়ির রেনুগুলো গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুখ আহম্মেদ ও দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিনের উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে। পাচার কাজে ব্যবহার করা ট্রাকটি আটক করে রাখা হয়েছে।