স্টাফ রিপোর্টার ঃ পটুয়াখালীতে ঘূর্নিঝড় ইয়াস মোকাবেলায় জেলা প্রশাসনের আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
২৪ মে সোমবার বিকাল ৪ টায় ঘূর্নিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় ঘূর্নিঝড় এর সাথে সংশ্লিস্ট বিভাগ সমূহের স্ব স্ব প্রস্তুতি সম্পর্কে অবহিত করে বক্তব্য রাখেন জেলা ত্রান কর্মকর্তা রণজিৎ কুমার সরকার, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. তনিমা রহমান রুনা, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, গণস্বাস্থ্য প্রকৌলী মো. ফয়েজ আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী, ওজোপাডিকো এর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার শাহ মো. রাজ্জাকুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা মো. লিয়াকত হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজ প্রমুখ।
সভায় ঘূর্নিঝড় মোকাবেলায় জেলার ৮ টি উপজেলায় ৮০৩ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত এবং জিআর নগদ অর্থ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইউনিয়নওয়ারী ২৫ হাজার টাকা করে মোট ১৯ লক্ষ টাকা, জিআর নগদ অর্থ কালবৈশাখী উপজেলা ওয়ারী ৬৫ হাজার টাকা করে ৫ লক্ষ ২০ হাজার টাকা, জিআর নগদ অর্থ কোভিড /দুর্যোগ ইউনিয়ন ওয়ারী ২ লক্ষ ৫০ হাজার টাকা, শিশু খাদ্য উপজেলা ওয়ারী ১ লক্ষ করে ৮ লক্ষ টাকা, গো-খাদ্য ১ লক্ষ টাকা করে ৮ লক্ষ টাকা সরবরাহ করা হয়েছে বলে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম জানান। এ ছাড়াও ৯৩টি মেডিকেল টিম ও সাত হাজার অধিক ভলান্টিয়ার নিয়োজিত আছে বলেও জেলা প্রশাসক জানান। তিনি সবাইকে বিগতদিনের একাধিক ঘূনিঝড় মোকাবেলার অভিজ্ঞতা নিয়ে ঘূর্নিঝড় “ইয়াস” মোকাবেলার করার জন্য সকলকে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।