স্টাফ রিপোর্টার ঃ পটুয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নবনির্মিত পটুয়াখালী জেলা ত্রান গুদাম কাম ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র উদ্বোধন ঘোষনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৩ মে রবিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নব-নির্মিত জেলা ত্রান গুদাম কাম ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উদ্বোধন উপলক্ষে নবনির্মিত ভবনে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত সভায় প্রধান উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি-শিক্ষা) ইসরাত জাহান, সদর উপজেলা চেয়ারম্যান এড.গোলাম সরোয়ার, সদর ইউএনও লতিফা জান্নাতী, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. সৈয়দ মোঃ সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন, ডিপ্লোমেসি চাকমা, মুনীরা কায়ছান, ছেনমং রাখাইন, মোঃ ইসমাইল রহমান, ও নঈম উদ্দিনসহ প্রেসক্লঅবের সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, জেলায় ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ০২টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র উদ্বোধন এবং ১০টি মুজিব কিল্লার ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।