আমতলী প্রতিনিধিঃ আমতলীতে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় সোমবার সকাল ১১ টায়দুর্যোগ ব্যবস্থপনা কমিটির এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। ইউএনওর সভাকক্ষে আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সওরোয়ার ফোরকান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হোসেন, ওসি তদন্ত রনজিৎ সরকার, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, মো. বোরহান উদ্দিন মাসুম তালুকদার, সাংবাদিক মো. জাকির হোসেন, কৃষি রেডিও স্টেশন ম্যানেজার মো. ইছা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো, জিয়া উদ্দিন মিলন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম প্রমুখ। সভায় আসন্ন ‘ইয়াস’ মোকাবেলায় সকল দপ্তর, সাইক্লোন সেল্টার খোলা রাখাসহ মানুষের জানমাল রক্ষায় সকল প্রস্ততি নেওয়ার সিদান্ত হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, আসন্ন দুর্যোগ ‘ইয়াস’ মোকাবেলায় সকল ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে।