স্টাফ রিপোর্টার ঃ পটুয়াখালীতে করোনা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় “ইয়াস“ এর পরবর্তি ক্ষয়ক্ষতি বিষয়ক এক পর্যলোচনা সভা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মে) সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঘন্টাব্যাপী এ সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে সচিব রওনক মাহমুদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলম শিপন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ারসহ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা বৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বর্তমানে পটুয়াখালী জেলায় করোনা পরিস্থিতি ও করণীয় বিষয় এবং ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ ভেরীবাধ ও রাস্তাঘাট দ্রæত নির্মাণ এবং সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।