স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে ঘূর্ণিঝড় “ইয়াস” ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
২৮ মে শুক্রবার সকাল ১১টায় সদর উপজেলার বদরপুর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ আড়াইশ পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় বদরপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, বিশেষ অতিথি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি সহ অত্র ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।