বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বাউফল থানার নবনিযুক্ত ওসি আল মামুন। শনিবার বেলা ১১টায় বাউফল থানা মিলানায়তন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওহিদুজ্জান ডিউকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইানচার্জ (ওসি) আল মামুন। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মিজানুর রহমান, প্রবীন সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক অতুল পাল, এবিএম মিজানুর, দেলোয়ার হোসেন, রহমান, এম বাসার, জসিম উদ্দিন, ফারুক হোসেন প্রমূখ। বক্তরা বলেন, সাংবাদিক ও পুলিশ প্রশাসন একে অপরের পরিপ‚রক। সাংবাদিক ও পুলিশের মধ্যে সমন্বয় থাকলে এলাকার অপরাধ দমনে সুফল বয়ে আনে।